তিন ম্যাচের নকআউট পর্বে পৌছে গেছে বাংলা৷ এর পরিপ্রেক্ষিতে দলের কোচ অরুন লাল মহাশয়ে জানিয়েছেন---ছেলেদের আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য এই জয় টার খুব প্রয়োজন ছিল বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৮ রান করার পরে দ্বিতীয় ইনিংসে সাড়ে তিনশো রান করে জয়ী হবার কারণ সেই আত্মবিশ্বাস, বাংলার আত্মবিশ্বাসই বাকি ম্যাচ জিততে সাহায্য করেছে দলকে৷ আমরা জয়ের মধ্যে রয়েছি৷ ধারাবাহিকতা দেখাতে পেরেছি৷ সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী জানিয়েছেন বাংলার ক্রিকেটের জন্য এই দিনটা মনে রাখার মতো৷
বাংলা দলের অধিনায়ক অভিমন্যু জানিয়েছেন এই জয়গুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে৷ প্রথম ম্যাচে ৩৫০ তুলে জয় আমাদের আলাদা ভাবে উল্লেখ করতেই হবে৷ তবে প্রথম দুটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে পরের পর্বে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেও সকলে যে ভাবে জয়ের জন্য লড়াই করেছে সেটা অবিশ্বাস্য৷ সকলের মধ্যে জয়ের খিদে রয়েছে৷ বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতা নক আউট পর্বে আমাদের সাহায্য করবে৷
দলের অভিজ্ঞ ব্যাটসমান মনোজ তিওয়াড়ি জানিয়েছেন, জয়টাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলা দল৷ এটা খুব প্রয়োজন৷ দলটার মধ্যে একটা ছন্দ তৈরি হয়ে গিয়েছে৷ প্রতিটা ম্যাচে একে রকমের পরিস্থিতি তৈরি হয়েছিল৷ সেখান থেকে আমরা ম্যাচগুলিকে বার করতে পেরেছি৷ বোলারদের বিশেষ ভাবে কৃতিত্ব দিতেই হবে৷ রান তাড়া করে জয় হোক বা শেষ ওভারে গিয়ে উইকেট নিয়ে ম্যাচ জেতা, অনেক ধরনের অভিজ্ঞতা হল এই তিন ম্যাচে দারুণ৷