ঋণ খেলাপীদের ওপর সরকারের বরদহস্ত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সাম্প্রতিক একটি ঘটনাতেও এটা জলের মত পরিষ্কার যে, কেন্দ্রীয় সরকার যেন তেন প্রকারেণ পুঁজিপতিদের স্বার্থরক্ষায় ব্যস্ত৷ পুঁজিপতিরা দুর্নীতির পথ অবলম্বন করলেও সেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ইচ্ছা সরকারের আদৌ নেই৷ বরং তাদের আরও  এ ব্যাপারে তাঁরা সাহায্য করতে চান৷ কারণ, সম্প্রতি কেন্দ্রীয় তথ্য কমিশন প্রধানমন্ত্রীর দফতর, অর্থমন্ত্রক , রিজার্ভব্যাঙ্কের বর্তমান গর্ভনর উর্জিত প্যাটেলকে নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কের বড় অংকের  ঋণ খিলাপিদের নাম প্রকাশ করতে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার বা রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর কেউই বড় বড় ঋণ খিলাপীদের নাম প্রকাশ করছেন না৷ উল্টে মোদি সরকার চায়, অনাদায়ী ঋণের ভারে জর্জরিত সরকারী ব্যাঙ্কগুলির নতুন ঋণ বণ্টনের ওপর রিজার্ভ ব্যাঙ্কের আরোপ করা কড়া নিষেধ শিথিল করা হোক৷

কারণ কী? সামনে নির্বাচন, তাই তাঁরা চান ঋণ খিলাপীদের আরও ঋণ দেওয়া হোক৷ তাহলে নির্বাচনী তহবিলে বেশি টাকা আসবে ৷ জনগণের স্বার্থ চুলোয় যাক, পুঁজিপতিদের স্বার্থরক্ষায় তাই এঁদের এত আগ্রহ৷