গত ৭ই মার্চ সাড়াপুল (উত্তর ২৪ পরগণা) আনন্দমার্গ স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এলাকার গুণীজন, সমাজসেবী থেকে শুরু করে আপামর জনসাধারণ ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঙলার জাতীয় থাই বক্সিং চ্যাম্পিয়ন পিয়াল বিশ্বাস৷ তিনি এখানে এসে আনন্দমার্গ স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়েন৷ এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাহান মণ্ডল, রাজ্য সভাপতি বারাসত এডুকেশন্যাল ডেভেলপমেণ্ট সোসাইটি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শাহদাত হোসেন (প্রধান শিক্ষক, বালকী উচ্চবিদ্যালয়)৷
অনুষ্ঠানে আবৃত্তি, ছড়া, সঙ্গীত, নৃত্য প্রভৃতি পরিবেশিত হয়৷ সবশেষে প্রভাত সঙ্গীত অবলম্বনে পরিবেশিত ‘বাঁশী’ নৃত্যনাট্য সবাইকে মুগ্দ করে দেয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুশান্ত মণ্ডল ও তার সহ শিক্ষকবৃন্দ৷