সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
‘‘সকলে আমরা সকলের তরে প্রত্যেকে আমরা পরের তরে ’’ এই ভাবনাকে বাস্তবিক শিক্ষায় অনুশীলন ও অনুপ্রাণিত করে তোলার উদ্দেশ্য গার্লস ভলান্টিয়ার্স আনন্দনগরের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে সর্ব সাধারণের চলাচলের সুবিধার জন্যে ১৮ই অক্টোবর,২৩ উমা নিবাসের ভুচুংডি গ্রামের রাস্তা সাফাই অভিযান করা হয়৷