সংবাদদাতা
পি.এন.এ.
সময়
২১শে মেঃ দীপক বুন্দেলে, মধ্য প্রদেশের বেতুলের বাসিন্দা,পেশায় আইজীবী। ২৩ শে মার্চ, দেশে তখনও লক ডাউন শুরু হয় নি। অসুস্থ দীপক যাচ্ছিলেন হাসপাতালে। পথে আটকায় পুলিশ।পথে বেরিয়েছে কেন জানতে চেয়ে এক পুলিশ অফিসার সপাটে এক চড় মারে দীপক বাবুর গালে।তাই দেখে অন্য পুলিশরাও লাঠি পেটা শুরু করে।
তবে ঘটনা এখানে শেষ নয়। দীপকবাবু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, হাই কোর্টের প্রধান বিচাপতিকে বিষয়টি জানান। টনক নড়ে পুলিশের, তারা দীপক বাবুর কাছে গিয়ে বলে আপনাকে মুসলিম ভেবে ওরা মেরেছে। একজন হিন্দুকে এ ভাবে মারার জন্যে আমরা লজ্জিত। পুলিশেও সাম্প্রদায়িক বিভাজন!