শান্তিনিকেতনে আনন্দমার্গ আশ্রমে বাংলা নববর্ষ পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বোলপুর ঃ ১লা বৈশাখ ১৪২৬ সাল, শুভ বাংলা নববর্ষ৷ শান্তিনিকেতনের  ‘বাবা বিতান সুভাষপল্লী আনন্দমার্গ আশ্রমে’ সাড়ম্বড়ে শুভ বাংলা নববর্ষ উদযাপিত হলো৷ সকাল ৭টায় প্রভাতসঙ্গীতের মনমাতানো সুরে উৎসবের সূচনা হয়৷ তারপর সকাল ৯টা থেকে শুরু হয় তিনঘন্টাব্যাপী আনন্দঘন মহামন্ত্র   ‘াানাম কেবলম্’’ সংকীর্ত্তন৷ প্রায় আড়াই শতাধিক  ভক্তের  উদাত্ত কন্ঠে াানাম কেবলম্ সংকীর্ত্তনে আকাশ বাতাস মথিত করে সেই সুর দূর দিগন্তে ছড়িয়ে পড়ে৷ সেই সাথে কবি রামদাস বিশ্বাসের কাব্য গ্রন্থ ‘গানের ভেলা’র আবরণ উন্মোচিত হয়৷ সমগ্র অনুষ্ঠানটির পৌরোহিত্যে ছিলেন নদীয়া জেলার বরণবেড়িয়ার আনন্দ নবদ্বীপ চক্রনেমির রেক্টর মাস্টার আচার্য অনুপমানন্দ অবধূত৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বীরভূমের ডিট.এস আচার্য সৌম্যশুভানন্দ  অবধূত, আমড়াপালন  চক্রনেমির  রেক্টর মাস্টার আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, মঙ্গলডিহি আনন্দমার্গ চক্রনেমির  অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা দিদি, সিউড়ি আনন্দমার্গ  চক্রনেমির অবধূতিকা  আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা দিদি ও অন্যান্য অবধূত অবধূতিকাবৃন্দ৷ সাধনা ও স্বাধ্যায়ের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আচার্য সৌম্যশুভানন্দ অবধূত,আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ তন্ময়া আচার্যা দিদি ও আরও অনেকে৷ মধ্যাহ্ণ ভোজনের পরে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলে স্বরচিত কবিতা পাঠের আসর৷ বীরভূমের বিশিষ্ট কবিদের কবিতাপাঠের শেষে সভাপতি অধ্যাপক  তপন কুমার মুখোপাধ্যায় মহাশয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে  আনন্দমার্গের ভূয়সী প্রশংসা করেন ও সভার সমাপ্তি ঘোষণা করেন৷