শান্তির বার্তা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মার্কিন মসনদে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প৷ চারবছর আগের পরাজয়ের গ্লানি মুছে দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হলেন তিনি৷ দুবারই আমেরিকায় প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়ালেন ট্রাম্প৷ প্রথমবার ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন এবারেও তাঁর বিরুদ্ধে ছিলেন ডেমোক্র্যাট দলের মহিলা প্রার্থী কমলা হ্যারিস৷ দ্বিতীয় বার হেরে আবার ফিরে আসার ক্ষেত্রে ট্রাম্প দ্বিতীয়৷ এর আগে গ্লোভার ক্লেভল্যাণ্ড ১৮৮৫ সালে ও ১৮৯৩ সালে দুবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন৷ মাঝে ১৮৮৯ সালে তিনি পরাজিত হয়েছিলেন৷ দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্পের ঘোষনা করেন--- যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনব৷ রাশিয়া-ইয়ূক্রেন, ইজরায়েল, আরব ইরানের নাগরিকরা কি একটু আশার আলো দেখছেন! না-কি বন্ধুর আচ্ছে দিনের মতই শান্তির ললিতবাণী অসার৷ তা জানার জন্য বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে৷ আগামী চার বছরেই তা স্পষ্ট হবে৷

দ্বিতীয় নির্বাচনের পর ট্রাম্পের আচরণে শান্তির কোন লক্ষণ ছিল না৷ তাঁর বিরুদ্ধে এখনও বেশ কয়েকটা মামলাও চলছে৷ একটি কেসে তিনি অপরাধীও সাব্যস্ত হয়েছেন৷ রায় ঘোষণা বাকি৷ তিনি ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বন্ধু৷ বন্ধুর সুরে সুর মিলিয়েই দ্বিতীয়বার পরাজয়ের গ্লাণি মুছে মার্কিন প্রেসিডেন্টের পদে ফিরে এসেই আচ্ছা দিনের মতোই তিনি মার্কিন নাগরিকদের শুনিয়েছেন সুবর্ণযুগ ফিরে আসার বাণী৷