শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন চার জন বাঙালী বিজ্ঞানী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত দুবছরের মত এবারও বিজ্ঞানের সর্র্বেচ্চ সম্মান ভাটনগর পুরস্কার পেল বাঙলার ৪জন বিজ্ঞানী৷ এবার মোট ১১জন বিজ্ঞানী ভাটনগর পুরস্কার পান৷ তার মধ্যে চারজনই বাঙালী৷

ফিজিক্যাল সায়েন্স বিভাগে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পান কনক সাহা৷ কনক সাহার শিক্ষাজীবন শুরু হয় কোচবিহার দিনহাটা স্কুল থেকে৷ সেখান থেকে  কলকাতার স্কটিশ চার্চ কলেজ ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে পুনের ইন্টার ইউনিভারসিটির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি  এণ্ড অ্যাস্ট্রো ফিজিক্স-এ  সহকারী অধ্যাপক পদে রয়েছেন৷  সেখানেই তিনি নক্ষত্রপুঞ্জ সংক্রান্ত বিষয়ে গবেষণায় রত৷ এই বিষয়ে তিনি একজন প্রথম সারির বিজ্ঞানী হিসেবে পরিচিত৷

এছাড়া ভাটনগর পুরস্কার পান খড়গপুর আই আই টির কম্পিউটার সায়েন্স এ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক দেবদীপ মুখোপাধ্যায়৷ তিনি এই আই আই টির প্রাক্তন ছাত্র৷ তিনি এখানে ক্রিপ্ঢোগ্রাফি ও কম্পিউটার আর্কিটেকচার-এর ওপর গবেষণা করছেন৷ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিভাগে একমাত্র তিনিই পুরস্কার পান৷

কেমিক্যাল সায়েন্স বিভাগে এবার দু’জন বিজ্ঞানী ভাটনগর পুরস্কার পান৷ তাঁদের মধ্যে একজন বাঙালী বিজ্ঞানী কণিষ্ক বিশ্বাস৷ ২০০৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স পাস করে বেঙ্গালুরু যান ইন্ডিয়ান ইস্টটিটিউট অব সায়েন্স-এ ইন্টিগ্রেটেড পি.এইচ.ডি করতে৷ বর্তমান তিনি বেঙ্গালুরুতে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চে অ্যাসোসিয়েট  প্রফেসর৷

এবার গণিতেও দুইজন বিজ্ঞানী এই পুরস্কার পান৷ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে কর্মরত অনীশ