শারদোৎসবে সেবাকার্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই অক্টোবর শারদ সপ্তমীতে আনন্দমার্গ গার্লস হাইস্কুল উমানিবাসের পক্ষ থেকে ডামরুঘুটু, খটঙ্গ, পগরো গ্রামের শিশুদের নূতন বস্ত্র দেওয়া হয়৷ গালর্স ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে  বাঁশগড় গ্রামে শিশু ও বালকদের নূতন বস্ত্র দেওয়া হয়৷ একদুয়ারা গ্রামে ১০০ জন শিশুকে খাতা পেন্সিল বিস্কুট ইত্যাদি দেওয়া হয়৷হাওড়ায় সেমিনার

গত ৪ঠা অক্টোবর হাওড়া জেলার আমতা আনন্দমার্গ স্কুলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচনার মূল বিষয় ছিল---‘জীবের পরাগতি’৷ বেশকিছু  মানুষ আলোচনা শেষে আনন্দমার্গের আদর্শে দিক্ষিত হন৷ আলোচনা সভার আয়োজন করেছিলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী লক্ষ্মীকান্ত হাজরা, ভুক্তি প্রধান সুব্রত সাহা, সহশিক্ষকগণ৷