শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণের পরীক্ষা করার জন্য ১০০ দিন সমুদ্রের তলায় রইলেন এক ব্যক্তি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সমুদ্রের নীচে ১০০ দিন কাটালেই নাকি বয়স ১০ বছর কমে যায়! শুধু তা-ই নয়, শরীরের কোলেস্টরলের মাত্রাও কমে, লম্বা হয় ক্রোমোজোম! এই দাবিই এখন বিজ্ঞানীদের মধ্যে হইচই ফেলে দিয়েছে৷ অনেকের মনেই প্রশ্ণ, এ-ও কি সম্ভব?  মহাকাশ হোক বা সমুদ্র, সেখানে কী আছে, তা নিয়ে বিজ্ঞানী মহলে উৎসাহের ঘাটতি নেই৷ শুধু বিজ্ঞানীদের মধ্যে নয়, সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে কৌতূহল রয়েছে৷ তাই প্রায়ই দেখা যায় ‘উদ্ভট’ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে৷ আপতদৃষ্টিতে সেই সব গবেষণা বা পরীক্ষা ‘উদ্ভট’ মনে হলেও, তার ফলাফল অনেক সময়ই বিজ্ঞানে নতুন দিক খুলে দেয়৷ তেমনই এক গবেষণা হল ‘প্রজেক্ট নেপচুন ১০০’৷ জোসেফ ডিতুরি নামে আমেরিকার বাসিন্দা ছিলেন এই গবেষণার অংশ৷ আটলান্টিক মহাসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ ফুট নীচে একটি বিশেষ যানে ১০০ দিন কাটিয়ে এসেছেন জোসেফ৷ আর তাতেই নাকি আশ্চর‌্যজনক ফল পেয়েছেন, যা তাঁর জীবনচক্রকে পাল্টে দিয়েছে৷ জোসেফ এখন ‘ডক্টর ডিপ সি’ নামে পরিচিত৷ প্রথম জীবনে আমেরিকার নৌবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ অবসর নেওয়ার পর তিনি পিএইচডি করেন৷ তার পর নিজেকে নিয়েই নানা বিজ্ঞানমূলক গবেষণা শুরু করেন জোসেফ৷ ‘প্রজেক্ট নেপচুন ১০০’ শুরু হয়েছিল গত বছর ১ মার্চ৷ যে বিশেষ যানে ১০০ দিন সমুদ্রের নীচে কাটিয়েছেন, তা দেখলে মনে হবে, তা যেন একটা হোটেলের ছোটখাটো ঘর৷ সেখানে ফ্রিজ থেকে শুরু করে আরামদায়ক বিছানা কী নেই৷ পর্যাপ্ত খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল সেখানে৷ দিনে কয়েক বার তিনি ওই ডুবোযান থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে আসতেন৷ সমুদ্রের নীচে থাকা জোসেফের প্রথম ৯৩ দিন নিয়ে গবেষণা শুরু করেছেন গবেষকেরা৷ জল থেকে উঠে আসার পর তাঁর শরীরে কী কী পরিবর্তন হয়েছে, সেটাই গবেষণার মূল বিষয়৷ জোসেফের বিভিন্ন মেডিক্যাল রিপোর্ট আশ্চর্য করেছে বিজ্ঞানীদের৷

এখন প্রশ্ণ হল, জোসেফের শরীরে কী কী পরিবর্তন হয়েছে? ডক্টর ডিপ সি-র মেডিক্যাল রিপোর্ট থেকে স্পষ্ট, ক্রোমোজোমের টেলোমার্সের বয়স বৃদ্ধি পেয়েছে৷ ক্রোমোজোমের একেবারে নীচের প্রান্তের অংশকে টেলোমার্স বলে৷ সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেলোমার্সের দৈর্ঘ্য কমতে থাকে৷ কিন্তু জোসেফের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটেছে৷ সমুদ্রের নীচে দিন কাটানোর আগে জোসেফের শরীরের ক্রোমোজোমের টেলোমার্সের দৈর্ঘ্য যা ছিল, তার তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ যা থেকে দাবি করা হচ্ছে, জোসেফের বয়স উল্টো খাতে বইতে শুরু করেছে৷ অন্তত ১০ বছর তাঁর বয়স কমেছে বলে দাবি করা হচ্ছে৷ শুধু বয়স কমা নয়, শরীরে আরও পরিবর্তন ঘটেছে জোসেফের৷ তাঁর স্টেম সেলের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে৷ স্টেম সেল কী? সহজ ভাষায় বললে সন্তান জন্মানোর পর মায়ের শরীর থেকে যে প্ল্যাসেন্টা বা অমরা বেরিয়ে আসে, তার মধ্যে থাকে স্টেম সেল৷

বিজ্ঞানীদের একাংশের মতে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার পথও নির্দেশ করল জোসেফের অভিজ্ঞতা৷ জোসেফ মনে করেন, জলের তলায় এমন অবস্থায় কয়েক দিন থাকা প্রয়োজন৷ সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার উপকারও ব্যাখ্যা করেছেন জোসেফ৷ তিনি সকলকে উচ্চচাপ পরিস্থিতিতে অন্তত দু’সপ্তাহ কাটিয়ে আসার পরামর্শও দিচ্ছেন৷