পশুপাখী এমন কি গাছপালা ও বোঝে তাদের প্রতি মানুসের ভালবাসা ও ঘৃণা, উপেক্ষা, বিদ্বেষ প্রভৃতি৷ কে তাদের ভালবাসে কে তাদের শত্রু সেটা ভালভাবেই অনুভব করতে পারে৷ সম্প্রতি এক ঘটনায় মানুষের সঙ্গে সারস পাখীর বন্ধুত্বের খবর জানা গেছে৷ ঘটনাস্থল উত্তর প্রদেশের কানপুরের কাছে৷ আরিফ মহম্মদ নামে পয়ত্রিশ বছরের যুবক মাঠের মধ্যে পা ভাঙ্গা অবস্থায় কুড়িয়ে পায় এক সারসকে৷ আহত সারস
টিকে বাড়িতে নিয়ে আসে৷ তার সেবা যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সারস৷ সেই থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব৷ পুরোপুরি সুস্থ হয়েও কিন্তু সে নিজের বাসায় ফেরেনি৷ সকালে উড়ে গেলেও আবার বিকেলে আরিফের কাছে ঠিক ফিরে আসত৷ একই থালায় আরিফের সঙ্গে ভাত ও রুটি খেত৷ আরিফ বাইক নিয়ে বেরোলেই উড়ে উড়ে তাকে অনুসরন করত সারস বন্ধু৷ মানুষ-পাখীর এই অসম বন্ধুত্ব চলেছিল একবছর ধরে৷ কিন্তু মেনে নেয়নি উত্তর প্রদেশ সরকার৷ বন্য প্রাণ সংরক্ষণ আইনের ধারায় আরিফকে সমন পাঠানোর পরে গত মার্চে সারসটিকে ধরে নিয়ে যায় বনবিভাগ৷ তারপর থেকে দুজনেরই মন খারাপ৷ আরিফ নিজেকে মানিয়ে নিলেও সারসটি খাওয়া ছেড়ে দিয়েছে৷ এই খবরে উদ্বিগ্ণ হয়ে পড়েন আরিফ৷ অনেক চেষ্টার পর অনুমতি পেয়ে কানপুর চিড়িয়াখানায় যান আরিফ৷ মনে মনে ভাবে এখন কি আর তাকে দেখে সারসটি চিনতে পারবে! আরিফকে খাঁচার বাইরে দেখে লাফালাফি শুরু করে দিল সেই সারস৷ খাঁচার মধ্যেই উড়তে শুরু করে দিল৷ যেন পারলে এখনই উড়ে বসে বন্ধুর কাঁধে৷ ছল ছল চোখে মনে মনে দূর থেকে তাকে আদর করে দিলেন আরিফ৷ বন্ধুত্বের সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে৷ আকাশে উড়তেই স্বচ্ছন্দ এই প্রাণী খাঁচায় নয়৷ অবিলম্বে সারসটিকে আকাশ আর ওর প্রাণের বন্ধুর কাছে ফিরিয়ে দেওয়া হোক৷