সংবাদদাতা
উত্তর পূর্বাঞ্চলের প্রতিবেদন
সময়
একসময় গ্রীণ জোনের তকমা পাচ্ছিল ত্রিপুরা৷ তবে এখন দিন দিন করোনার প্রকোপ বাড়ছে৷ পাল্লা দিয়ে বাড়ছে শাসকদলের আভ্যন্তরীণ বিবাদ ও অসন্তোষ৷ দলের বিক্ষুদ্ধ এক বিধায়কের কথায় করোনাই এখন মুখ্যমন্ত্রীর রক্ষাকবচ৷ রাজ্যে আইন শৃঙ্খলাবলে কিছু নেই৷ সমাজবিরোধীদের দৌরাত্ম নারী নির্যাতন, দলের অভ্যন্তরে , দ্বন্দ্ব, শরীকি সংঘাত ও পুলিশি নিষ্ক্রিয়তায় রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ ক্ষোভ বাড়ছে মানুষের৷ বাংলাকে বঞ্চিত করে হিন্দীর বাড়-বাড়ন্ত, রিয়াং অনুপ্রবেশকারীদের পুনর্বাসন ভূমিপুত্রদের ক্ষোভ বাড়াচ্ছে একদিকে আভ্যন্তরীণ সংঘাত ও শরীকি বিবাদ ভূমিপুত্রদের ক্ষোভে বেসামাল বিপ্লববাবুর সরকার৷ মণিপুর নাগাল্যাণ্ডেও শরীকি অসন্তোষ, দলের বিধায়কদের বিদ্রোহে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে৷ এই দুই রাজ্যেই মুখ্যমন্ত্রীদের ভবিষ্যত অনিশ্চিত৷