সংবাদদাতা
পি.এন.এ.
সময়
হাওড়া জেলার উলুবেড়িয়ায় সাতবছরের ফুটফুটে প্রিতুষ্মার শরীরের ভিতরে ছিল বিরল ও মারাত্মক টিউমার৷ নাম ‘ফিডক্রোমেসাইটোমা’৷ কিডনীর ওপর এ্যাড্রিনাল গ্রন্থির এক বিরল টিউমার এটি৷ প্রতি দশলক্ষ জনসংখ্যায় ২-৮ জনের হয়৷ এই রোগ সাধারণত ৩০-৫০ বয়সে দেখা যায়৷ ছোটদের ক্ষেত্রে খুবই কম৷ এই টিউমারের কারণে রক্তচাপ অস্বাভাবিক বেশী ছিল প্রিতুষ্মার৷ এই টিউমার এতটাই বিপজ্জনক যে চিকিৎসাশাস্ত্রে একে বলা হয় রামোজিক্যাল ‘টাইমবম্ব’! মাত্রারিক্ত রক্তচাপের জন্য স্ট্রোক, ‘হার্ট এ্যাটাক, হঠাৎ মৃত্যু৷ ঠিক যেমন টাইম বম্ব নির্দিষ্ট সময় ফেটে ধবংসলীলার কারণ হয়ে ওঠে৷ মেডিক্যাল কলেজের সাত আট জনের চিকিৎসকের টিম নিয়ে হয় এই জটিল অপারেশন৷ অপারেশনের পর ছোট্ট প্রিতুষ্মা এখন সম্পূর্ণ সুস্থ আছে৷