সৌদি আরবে রাজতন্ত্র এখনো বহাল তবিয়তে৷ একবিংশ শতাব্দীতে আধুনিক যুগের মানুষ সেখানে গ্রহ গ্রহান্তরে পাড়ি দিচ্ছে সেখানে আরব দুনিয়াসহ অন্যান্য মুসলিম দেশগুলোতে চলছে রাজতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন৷ নারী স্বাধীনতা ও মানবধিকার করে সেখানে প্রতি মূহূর্তে পদদলিত হচ্ছে শরিয়তি আইনে৷ সম্প্রতি সৌদি আরবের রাজকুমারের তুঘলকি ফতেয়ার খবর প্রকাশ্যে এসেছে৷ সেখানে নারীর অধিকার রক্ষায় আন্দোলনকারী কিছু প্রার্থীর প্রতি নরম মনোভাব দেখানোর অপরাধে ১০ জন বিচারপতি মৃত্যুদণ্ডের মুখে৷ এদের চারজন শীর্ষ আদালতের বিচারক৷ ১০জনই সেই অভিযোগ মাথা পেতে নিয়েছেন৷ সবার শাস্তি মৃত্যুদন্ড৷ জানা গেছে বিলেতের লিডস বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি ছাত্রী সৌদির সালমা আলশেহাদকে জন বিরোধী একটি মতামত রিটুইট করার অভিযোগে আট বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল---১৯২১ সালে৷ গত আগষ্টে সেই সাজা বাড়িয়ে ৩৪ বছর করা হয়েছে৷ সংবাদ মাধ্যমের দাবী সৌদি রাজকুমার চান বিচারব্যবস্থার শীর্ষ আধিকারিকরা রাজপরিবারের অনুগত থাকুন৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়