মহান দার্শনিক ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার কর্তৃক রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ৩৬ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে আগামী ২৭শে অক্টোবর সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত সভাপতিত্ব করবেন৷ ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য ও আইন বিভাগের প্রাক্তন ডিন ডঃ রঘুনাথ ঘোষ৷
অনুষ্ঠানে প্রথিতযশা শিল্পীরা প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য পরিবেশন করবেন৷
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী তানিয়া দাম, সৌরভ দাস, কেরালার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাধিকা দেবী, অবধূতিকা
আনন্দ অভীষা আচার্যা প্রমুখ৷ নৃত্য পরিবেশন করবেন ভুবনেশ্বরের ‘রাওয়া’ শিল্পীগোষ্ঠী, শান্তিনিকেতনের ‘সবুজকলি’ নৃত্যগোষ্ঠী, কঙ্কনা ভট্টাচায ও তাঁর সম্প্রদায় প্রমুখ৷
এছাড়াও রয়েছে নাটক ও অন্যান্য আকর্ষণীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান৷