সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
বাবার হাত ধরে দেহরাদুন থেকে বনগাঁয় এসেছিল এক ন বছরের ছেলে প্রায় ১৪ বছর আগের কথা৷ ছেলেটির নাম অভিমন্যু৷ তার বাবা স্বপ্ণ দেখতেন ছেলে ক্রিকেটার হবে, কিন্তু ছেলের অপুষ্টিকর চেহারা স্বপ্ণের পথে বাধা সৃষ্টি করেছিল কিন্তু আজ সব রকম বাধা পেরিয়ে সেই ছেলেই বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে৷ ক্রিকেটাররূপে নিজেকে গড়ে তোলা যে ছেলের পক্ষে ছিল খুবই কঠিন৷ তার বাবা তাকে বনগাঁয় অপু সেনগুপ্তের কাছে প্রশিক্ষণের জন্যে নিয়ে আসেন৷ অপুষ্টির কারণে ছেলেটির অর্থাৎ অভিমন্যুর রোগা-পাতলা চেহারা হওয়ায় তাকে দেখেই কোচ অপু সেনগুপ্ত ভরসা হারিয়ে ফেলেন৷ কিন্তু পরবর্তীকালে অভিমন্যুর ব্যাটিং স্কিল দেখে তিনি মুগ্দ হন ও অভিমন্যুর ব্যাটিং টেকনিকের অপর ভরসা রেখে তিনি বলেন --- ‘এ ছেলে বহু দূর যাবে’৷সেই ছেলে বহু দূর পৌঁছেও দেখিয়ে দিয়েছে, বাংলা দলের অধিনায়ক হিসেবে নির্র্বচিত হয়৷