স্বাধীন ভারতে প্রথম ফাঁসির সাজাপ্রাপ্ত মহিলা শবনম

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

স্বাধীন ভারতে ইতিহাসে প্রথম ফাঁসির সাজাপ্রাপ্ত মহিলা শবনমের ফাঁসি কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছে মথুরা জেল কর্ত্তৃপক্ষ৷ প্রায় ১৩ বছর আগে ২০০৮ সালে ১৪ই এপ্রিল শবনম তার প্রেমিক সেলিমকে সঙ্গে নিয়ে পরিবারের আটজনকে নৃশংসভাবে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিল৷ শবনমের বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা৷ নৃশংসতার শবনম ও সেলিমের বিচারে বিরলতম এই খুনে ফাঁসির সাজা দেয় ‘আমরোহা’র নিম্ন আদালত৷ রায় কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে গেলেও  সুপ্রিমকোর্ট আসামীদের আর্জি খারিজ করে দেয়৷ এরপর রাষ্ট্রপতিও শবনম সেলিমের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেয়৷  এরপরই মথুরা জেল প্রস্তুতি শুরু করে দু’জনের ফাঁসির সাজা কার্যকর করতে৷