স্বামী বিবেকানন্দের জন্মদিবস উদ্যাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলকাতা ঃ গত ১২ই জানুয়ারী দক্ষিণ কলকাতার  বঙ্গ ভবনে  ‘আমরা বাঙালী’র সাংস্কৃতিক প্রকোষ্ঠ ‘স্পান্দনিক’-এর পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে  স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যুবদিবস হিসেবে পালন করা হয়৷ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন  ‘আমরা বাঙালী’র কর্মী সমর্থক  ও স্পান্দনিক শিল্পী গোষ্ঠীর কলাকুশলীরা৷ 

প্রদীপগুহ, রবীন্দ্রনাথ সেন, মধুমন্তী সেনগুপ্ত , মালা সরকার, অনিতা চন্দ  প্রমুখ৷ এরপর অনুষ্ঠানের উপস্থিত সকলে উঠে দাঁড়িয়ে ‘বাঙলা আমার দেশ’ সঙ্গীতটি পরিবেশন করেন৷ স্পান্দনিক শিল্পী মধুমন্তী সেনগুপ্ত, মালা সরকার, অনিতা চন্দ অনুষ্ঠানে কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন৷ বিবেকানন্দের বাণী পাঠ করেন--- শ্রী প্রদীপ গুহ, ভবতোষ বণিক, মনীষা গুহ৷ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন মনীষা গুহ , প্রভাত সঙ্গীত পরিবেশন করেন সুনন্দা সাহা৷ বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ে বক্তব্য রাখেন সুবীর দাস ও দীপিকা নাগ৷ স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ প্রসঙ্গে বক্তব্য রাখেন আমরা বাঙালীর সাংস্কৃতিক সচিব শ্রী রবীন্দ্রনাথ সেন৷ তিনি স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে  বাঙালীকে শোষন ও প্রতারণার বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানান৷ অসম সহ বিভিন্ন রাজ্যে বাঙালির দুর্দশাও তুলে ধরেন৷

পুরুলিয়া ঃ গত ১২ই জানুয়ারি, ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের  জন্মদিন  পালন করা হয় পুরুলিয়া জেলার  জয়পুর ব্লকের পুন্দাগ নেতাজী মোড়ে৷  মাল্যদান ও পুষ্পার্ঘ্য  দানের পর আলোচনা  সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সিংদেও মহাশয়৷  এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন  আচার্য মোহনানন্দজী, বিদ্যুৎ কুমার, অঞ্জলি গরাঁই, সুরেশ কেউট, পশুপতি মাহাত, হারু মাহাত ও আচার্য মুক্তানন্দজী এছাড়া টুসু সংগীতের মাধ্যমে  বক্তব্য রাখেন গোপাল নায়ক স্বামী বিবেকানন্দের  গান পরিবেশন করেন কল্যাণী মাহাত ও সাবিত্রী মাহাত৷

স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে কিছু দুঃস্থ মানুষকে  কম্বল বিতরণ করা হয়৷ দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন বনমালী মাহাত, জয়রাম মাহাত, সুভাষ মাহাত, সুরেশ  কেউট রামেশ্বর মাহাত,পশুপতি মাহাত প্রমুখ৷