স্বার্থ সংঘাতের প্রশ্ণে জর্জরিত সৌরভ গঙ্গোপাধ্যায়

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

সিএবি প্রেসিডেন্টের  পাশাপাশি  দিল্লি ক্যাপিটালসের  উপদেষ্টা হিসেবে কাজ করছেন সৌরভ৷ যা নিয়েই স্বার্থ সংঘাতের  প্রশ্ণ তুলেছিলেন  তিন সমর্থক৷ কিন্তু  দিল্লির  বিরুদ্ধে  কেকে আরের ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও  সংঘাতের  রায় ঘোষণা করা হয়নি৷

অন্যদিকে ভারতীয় বোর্ড সিইও রাহুল জোহরি অম্বাডসমানকে চিঠি মারফত  জানিয়েছেন, ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে থাকাকালীন  কোনও  আইপিএল ফ্রাঞ্চাইজির  উপদেষ্টা হিসেবে থাকা যায় কি না তা  পরীক্ষা  করে দেখতে৷ সৌরভের  বিরুদ্ধে  যাঁরা স্বার্থ সংঘাতের প্রশ্ণ তুলেছেন, তাঁদেরও একই দিনে বোর্ডের  নীতি-বিষয়ক অফিসারের দ্বারসথ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

রাহুল জোহরি লিখেছেন, ‘‘বোর্ডের গঠনতন্ত্র  অনুযায়ী কোনও সংস্থার  পদে থাকাকালীন কোনও  দল অথবা ফ্রাঞ্চাইজির সঙ্গে  যুক্ত হলে স্বার্থ সংঘাতের প্রশ্ণ উঠতেই পারে৷ সঙ্গে একটি বিষয় পরীক্ষা করে দেখা উচিত,  ক্রিকেট অ্যাডভাইসারি  কমিটিতে  থাকাকালীন কোনও ফ্র্যাঞ্চাইজির পদে থাকা যায় কি না৷’’  আগামী ২০শে এপ্রিল  স্বার্থ সংঘাতের যে প্রশ্ণ উঠেছিল  সৌরভ গঙ্গোপাধ্যায়ের  বিরুদ্ধে  তার শুনানি  হতে চলেছে৷