সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই নভেম্বর আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের মহিলা বিভাগ কলিকাতার নোনা ডাঙ্গায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে৷ শিবিরে প্রায় শতাধিক রোগীকে চিকিৎসা করা হয় ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷ শিবিরটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, তাঁকে সাহায্য করেন স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই-বোনেরা৷