শ্লোগান ছিল সবকা সাথ ! সবকা বিকাশ ! দলীয় গণমাধ্যম ও অনুগত অনুগামী ছাড়া বিকাশের লক্ষণ আর কারও চোখে পড়ে না৷ করোনা ও লকডাউন পর্বে কয়েককোটি মানুষ কর্মহীন ও কপর্দকহীন হলেও প্রধানমন্ত্রীর ব্যষ্টিগত সম্পদ বৃদ্ধি পেয়েছে৷ একশ্রেণির শিল্পপতিও ফুলে ফেঁপে উঠেছে৷ অতিমারী ও লকডাউনের কবলে পড়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হলেও ধনকুবের ও চৌকিদারের সম্পদবৃদ্ধি ও বিকাশ অব্যাহত৷
সম্প্রতি বিশ্বের কতকগুলি স্বেচ্ছাসেবী সংস্থার সংঘটন ‘অক্সফ্যাম’-এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে৷ অক্সফ্যাম মূলত বিভিন্ন দেশের মানুষের দুর্দশা নিয়ে সমীক্ষা করে থাকে৷ বিশ্বের ১৫৮টি দেশের স্বাস্থ্য, শিক্ষা, শ্রমজীবী মানুষের অধিকার প্রভৃতি বিভিন্ন বিষয়ের ওপর সমীক্ষা করে ‘অক্সফ্যাম’৷
সেই সমীক্ষার প্রতিবেদনে জানা যায়, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি বিষয়ে ১৫৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১২৯ নম্বরে৷ শ্রমজীবী মানুষের আইনী অধিকার রক্ষার ক্ষেত্রে ভারতের অবস্থা আরও খারাপ৷ সেখানে ভারতের স্থান ১৫১ নম্বর৷ ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলির অবস্থা ভারতের থেকে অনেক ভালো৷