লেখক
ভবেশ কুমার বসাক
জীবনের এই রথ খোঁজে যে সঠিক পথ
প্রতি পদে সফলতা পেতে
অনেক বাঁধার ব্যথা কঠোর বাস্তবতা
বয়ে যায় সময়ের স্রোতে৷
জীবন ছন্দে আছে আঁকা কত-শত অভিজ্ঞতা
আশা-নিরাশা সকালে-বিকালে
কত হিংসা, কত দ্বেষ এভাবেই বেলা শেষ
বাধা পড়া অতৃপ্তি শৃঙ্খলে
ভাবনার শেষ নাই আজ তাই দিও ঠাঁই
চিরমধুর আনন্দমূরতি তুমি
তোমাতে সঁপিয়া প্রাণ গেয়েছি জীবনের গান
সে গানে নেই হানাহানি,
শেখালে কথা ও সুরেতে সবারে ভালবাসিতে
তোমার শ্রীচরণে নাই কোন দুখ
ক্ষমা চাই নিজ ভুলে হাসি মুখে নিলে তুলে
তোমাতেই পাই স্বর্গসুখ৷
- Log in to post comments