এবার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার শচীন তেণ্ডুলকর৷ তিনি সরাসরি চিঠি তে দাবী করেন ইন্টারন্যাশানাল পর্র্যয় যে ক্রীড়াবিদরা পদক জয় করেছেন তাঁদেরকে ‘‘সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে’’ জায়গা দেওয়া উচিত৷ কারণ এনারা একটা সময়ের পর বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন৷ তাই ‘মাস্টার ব্লাস্টার এই চিঠি লেখেন , গত ২৪শে অক্টোবর,২০১৭৷ কিন্তু এতদিন পর এটি পৌঁছায় পি.টি.আই-এর হাতে৷ তিনি এর আগেও এ বিষয়ে বহু দফতরকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন , যেমন-ক্রীড়ামন্ত্রক, স্বাস্থ্য দফতর ইত্যাদি ৷ তাঁরা এর জবাবে বলেন, তাঁদের এই কথাটি পছন্দ হলেও বিপুল সংখ্যক খেলোয়াড়দের এর আওতায় আনা এ মুহূর্তে সম্ভব নয়৷ তাই এবাৰার তেণ্ডুলকর সরাসরি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি লেখেন৷ কারণ খেলোয়াড়দের জীবনে মানসিক ও শারীরিক চিন্তার কোন অবকাশ হয় না৷ এছাড়া বিভিন্ন ছোট তাদের কে খেলার দুনিয়া থেকে দুরে সরিয়ে দিতে পারে৷ তাই এর একটা ব্যবস্থা দ্রুত করা হোক এটি তিনি আশা রাখেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়