সেবাধর্ম মিশনের প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৮ই মে থেকে ২১মে বীরভূম জেলার ইন্দাসে সেবাধর্ম মিশনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ চারদিনের এই শিবিরের শুরুতে তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এছাড়া প্রতিদিনই সকাল সন্ধ্যা প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান স্বাধ্যায় অনুষ্ঠিত হয়৷ আনন্দমার্গ দর্শনের ওপরও আলোচনা হয়৷ আলোচনা করেন আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সমগ্র শিবিরটি পরিচালনা করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত৷ তাঁকে সাহায্য করেন আচার্য সুবধানন্দ অবধূত ও স্থানীয় ইউনিটের মার্গী ভাই-বোনেরা৷