সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৮ই অক্টোবর খেজুরতলা আনন্দমার্গ আশ্রমে পঞ্চায়েত লেভেল সেমিনার ও সেইসঙ্গে কীর্ত্তন দিবস পালন করা হল৷ সেমিনার এবং কীর্ত্তন দিবসের উপর বক্তব্য রাখেন যথাক্রমে শ্রী অসিত কুমার মাইতি এবং আচার্য সুবোধানন্দ অবধূত৷ ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিট সেক্রেটারী শ্রী নিরঞ্জন মান্না৷