সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রচারে বলেছিলেন, ৩৫ টাকা পেট্রল পেতে হলে বিজেপিকে বোট দাও৷ তখন পেট্রলের দাম পঞ্চাশ টাকার আশে পাশে ছিল, সেই পেট্রলের দাম সেঞ্চুরি পার করেছে৷ এবার ডিজেলও বাড়তে বাড়তে ৯০ টাকা পেরিয়ে গেছে৷ ২৮শে সেপ্ঢেম্বর পর্যন্ত ডিজেলের দাম ৯২.৬৭ টাকা৷ পেট্রলের দাম বৃদ্ধিও বেশ কিছুদিন থেমে থাকার পর ২৮শে সেপ্ঢেম্বর আবার পেট্রলের দাম ১০১.৬২ টাকা থেকে বেড়ে হয়েছে ১০১.৮৭ টাকা৷ তবে আর কিছু দিনের মধ্যেই ডিজেলও সেঞ্চুরি পার করবে৷ এদিকে পেট্রল ডিজেলের চড়া উৎপাদন শুল্ক নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ চলছেই৷