করোনা ও লকডাউনের কারনে চলতি আর্থিক বছরে বিভিন্ন প্রকল্পের সঙ্গে ১০০ দিনের কাজও থমকে গেছে৷ তবে এর মধ্যেও লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে ১০০ দিনের কাজে এগিয়ে গেছে বাঙলা৷ দেশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে পূর্ব বর্ধমান ও হুগলী জেলা৷
কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের এক প্রতিবেদনে বলা হয়েছে ১৪ই সেপ্ঢেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমানে মোট ৬ লক্ষ ২৪ হাজার ৬৫৫ টি পরিবারকে কাজ দেওয়া হয়েছে৷ যা দেশের মধ্যে সব থেকে বেশী৷ দ্বিতীয় স্থানে আছে বাঙলারই আর একটা জেলা হুগলী৷ এই জেলায় কাজ পেয়েছে ৫লক্ষ ৮৮ হাজার ৪১৭ টি পরিবার৷ তৃতীয় স্থানে তামিলনাড়ুর ভেল্লুপুরম জেলা৷ এখানে কাজ পেয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৮৮০ টি পরিবার৷
চলতি আর্থিক বছরে ২২ কোটি শ্রম দিবসের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ চলতি আর্থিক বছরের মেয়াদ ২০২১-এর মার্চ পর্যন্ত৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকাব৷ সেপ্ঢেম্বরের মধ্যেই তার লক্ষ্যমাত্রাপূরণ করে৷ এর মধ্যে ৬ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ পেয়েছে৷ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এই সাফল্য দেখে আরও ১০ কোটি শ্রমদিবস বাড়িয়ে দেয় চলতি আর্থিক বর্ষে৷