সেরাম থেলাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে ‘বিশ্ব এইডস্’ দিবস-এ শোভাযাত্রা, রক্তদান শিবির ও ওষুধ প্রদান

সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়

গত ১লা ডিসেম্বর  সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের  উদ্যোগে উত্তর কলকাতায় শ্যামবাজার হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ মারণ রোগ এইডস্ ও থ্যালাসেমিয়া রোধে, জনচেতনা বৃদ্ধির সঙ্গে মিছিলে ‘মোবাই অক্সিজেন পার্লার’-এর সুব্যবস্থা ছিল আকর্ষণীয়৷

আগামী দিনে প্রকৃতিকে দূষণ মুক্ত করতে এই ধরণের পার্লার ঘুরে বেড়াবে রাজ্যের বিভিন্ন স্থানে৷ সচেতনতা মিছিলের সাথে স্বেচ্ছায় রক্তদান, থ্যালাসেমিয়া-এইডস্ আক্রান্ত শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, সেমিনার ইত্যাদির ব্যবস্থা ছিল৷

১লা ডিসেম্বর ছিল ‘‘বিশ্ব এইডস্ দিবস’’৷ অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংঘটনের কার্যকরী সভাপতি ডাঃ ভাস্করমণি চ্যাটার্জী, সম্পাদক সঞ্জীব  আচার্য, সহ সভাপতি স্বামী সারদানন্দ মহারাজ ও বিশিষ্ট ব্যষ্টিবর্গ৷

বিভিন্ন স্থানে বহু সংঘটন ও ব্যষ্টির মাধ্যমে সম্বর্ধনা জানানো হয়৷ রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শতেরও বেশী রক্তদাতা৷ জীবনদায়ী ওষুধ ও শংসাপত্র সংগ্রহ করে এইডস্ ও থ্যালাসেমিয়া আক্রান্ত বহু মানুষ৷ সাংসৃকতিক অনুষ্ঠান ও প্রয়োজনীয় বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘটে৷