প্রতি বছরের ন্যায় এবারও (২০২০) সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে গত ৯ই ফেব্রুয়ারী রবিবার উত্তর কলকাতার শান্তি ঘোষ ষ্ট্রীটের চিলড্রেন পার্কে সাড়ম্বরে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ প্রতিযোগিতায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে৷
অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে যথাক্রমে ক, খ, গ ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিযোগীদের নিয়ে মোট ৪টি বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়৷ আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরও পুরসৃকত করা হয়৷ প্রতিযোগিতার শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যষ্টিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷
অনুষ্ঠানের মূল লক্ষ্য হ’ল মারণ রোগ থ্যালাসেমিয়া প্রতিরোধে জনচেতনা গড়ে তোলা বলে সংঘটনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য মহাশয় জানান৷ পুরস্কার প্রদান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷