সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি ওয়ার্ল্ড হার্ট ডে -কে লক্ষ্য রেখে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে সংঘটনের অডিটোরিয়ামে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ ওই শিবিরে মূল শ্লোগান ছিল ‘রাখতে ভাল হার্ট, জানতে হবে আর্ট’ নিখরচায় পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হার্টের পরীক্ষা ছাড়াও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা ছিল৷

থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে দেশে সচেতনতা বৃদ্ধির কথা বলেন সংঘটনের সম্পাদক শ্রী সঞ্জীব আচার্য মহাশয়৷

স্বাস্থ্য শিবিরে ডাঃ প্রভাত ভট্টাচার্য ছাড়াও আরও অনেক বিশিষ্ট জন উপস্থিত ছিলেন৷