গত ১১ই আগষ্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের স্মরণে আমরা বাঙালীর পক্ষ থেকে দক্ষিণ কলকাতার চেতলা পার্ক থেকে একটি বিরাট মিছিল বেরোয়৷ ওই মিছিলটি শহীদদের উদ্দেশ্যে জয়ধবনি দিতে দিতে রাসবিহারী এভিনিউ হয়ে শরৎ বোস রোড, মনোহর পুকুর রোড, হাজরা পার্ক ও ভবানীপুর হয়ে এলগিন রোডে অমর স্বাধীনতা বিপ্লবী পৌরুষের বজ্রকৌস্তুভ নেতাজী সুভাষচন্দ্রের বাসভবনের সামনে এসে পৌঁছোয়৷ এখানে আমরা বাঙালীর সচিব বকুল চন্দ্র রায়, সহ সচিব তারাপদ বিশ্বাস, জেলা সচিব সুনীল চক্রবর্তী, যুব নেতা উজ্বল ঘোষ প্রমুখ শহীদ ক্ষুদিরাম সহ অন্যান্য শহীদ ও স্বাধীনতা বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বাঙলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বর্তমানে দার্জিলিংয়ে গোর্র্খল্যান্ড আন্দোলনের নামে বাঙলা ভাগের চক্রান্তের প্রতিবাদে বক্তব্য রাখেন৷
বক্তব্য শেষে বাঙলার মহান বিপ্লবীদের স্মরণ করে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতির সামনে আমরা বাঙালীর নেতারা বুকের রক্ত দিয়ে শপথ গ্রহণ করেন ‘কোনো অবস্থাতে আবার বাঙলা ভাগ হতে দেব না’৷ বুকের রক্ত দিয়ে নেতারা এই শপথবাক্য লেখেন৷
আমরা বাঙালীর নেতাদের বক্তব্য শুণে ও শপথ গ্রহণ অনুষ্ঠান দেখে জনসাধারণ বিশেষভাবে উদ্দীপ্ত হন ও আমরা বাঙালীর আন্দোলনে তাদের পূর্ণ সমর্থন জানান৷