সিবিআই-এর স্পেশাল ডাইরেক্টরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনল সিবিআই-ই

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রক্ষকই ভক্ষক৷ বিভিন্ন অপরাধের তদন্ত করার জন্যে সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবি-আই৷ এখন সেই সিবিআইয়ের স্পেশাল ডাইরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল৷ এই উচ্চপদস্থ সিবিআই অফিসার মাংস রফতানিকারক মইন কুরেশির বিরুদ্ধে কালো টাকা সংক্রান্ত এক গুরুতর অভি- যোগের তদন্ত বন্ধ করার জন্যে মোটা অংকের ঘুস নিয়েছেন বলে অভিযোগ৷

এই মর্মে ওই সিবিআই অফিসারের বিরুদ্ধেই ইতোমধ্যেই এফ.আইয়ার দায়ের করা হয়েছে৷ সিবিআই-এর পক্ষ থেকেই৷ আস্থানার সঙ্গে আরও এক সিবি আই অফিসার দেবেন্দরের বিরুদ্ধেও এফ আই আর করা হয়েছে৷

এই রাকেশ আস্থানা আবার প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী আস্থা -ভাজন অফিসার বলে পরিচিত৷ এখন সিবি-আই-এর স্পেশাল ডাইরেক্টরের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগে সারা দেশ স্তম্ভিত৷

তবে কেউ কেউ বলছেন, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনবেসটিগেশনের ডাইরেক্টর আলোক বার্র্মর সঙ্গে স্পেশাল ডাইরেক্টর রাকেশ আস্থানার মধ্যেকার ক্ষমতা দখলের লড়াই৷

সর্বশেষ প্রাপ্ত সংবাদ, প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি সামাল দিতে সিবিআইয়ের ডাইরেক্টর আলোক বার্মা ও স্পেশাল ডাইরেক্টর রাকেশ আস্থানা উভয়কেই ছুটিতে পাঠিয়ে দিলেন ও আলোক বার্মার জায়গায় সিবিআইয়ের অন্তবর্তীকালীন ডাইরেক্টরের দায়িত্ব দেওয়া হ’ল অন্যতম জয়েণ্ট ডাইরেক্টর এম. নাগেশ্বর রাওকে৷