সি.এ.এ., এন.আর.সি আসলে বাঙালী জনগোষ্ঠীর জন্যে এক মরণ ফাঁদ৷ বিজেপি তথাকথিত হিন্দু বাঙালী ও উদ্বাস্তুদের প্রলুব্ধ করে বলছে যে, তারা হিন্দু বাঙালী ও উদ্বাস্তুদের বৈধ নাগরিকত্ব দেবে৷ কিন্তু যারা ইতোমধ্যেই ভারতে বসবাস করছেন, পরিচয়পত্র পেয়েছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদেরই ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক , সাংসদ তৈরী হচ্ছেন, রাজ্যে ও কেন্দ্রে সরকার গঠিত হচ্ছে, তারা তো নাগরিক আছেনই৷ তাহলে বিজেপি নতুন করে আর কী নাগরিকত্ব দেবে? বিজেপির ফাঁদে পা দিয়ে নাগরিকত্বের জন্যে আবেদন করার অর্থ হ’ল নিজেই নিজেকে অবৈধ নাগরিক বা বিদেশী হিসেবে চিহ্ণিত করা ৷ আর যে মুহূর্ত্তে কোন নাগরিক এই ধরণের আবেদন করবেন, সেই মুহূর্ত্তেই তিনি শুধু অবৈধ নাগরিক হিসেবেই ঘোষিত হবেন না---তাঁর অধিকৃত সমস্ত সম্পদ, সম্পত্তি, পরিচয় সব কিছুই অবৈধ বলে ঘোষিত হবে৷ আর তখনই সঙ্গত কারণেই ওই সংশ্লিষ্ট ব্যষ্টিকে (ব্যক্তিকে) এই অবৈধ কাজের জন্যেই জেলে বা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে৷ সরকার বলছেন, এভাবে একনাগাড়ে ছ’বছর থাকার পর নাগরিকত্ব দেওয়ার জন্যে তাদের আবেদন বিবেচনা করা হবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়