শিলচর নন্দীগ্রামে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই ডিসেম্বর অসমের বরাক বাঙলার  কাছাড় জেলার  শিলচর নন্দীগ্রামে অষ্টাক্ষরী মহানাম মন্ত্র ‘‘াা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় সকাল ৬টা থেকে অপরাহ্ণ ৩ ঘটিকা পর্যন্ত৷ কীর্ত্তনের অনির্বচনীয় ভাবতরঙ্গে ও সুর মুর্চ্ছনায় আকৃষ্ট হয়ে বহু গ্রামবাসী কীর্ত্তনে অংশগ্রহণ করে ঈশ্বরমুখী ভক্তিরস আস্বাদন করেন৷ বহুগ্রামবাসী আনন্দমার্গের আদর্শে দীক্ষিত হন৷ নন্দীগ্রাম গাঁও পঞ্চায়েত প্রধান শ্রী মিলন দাস অখণ্ড কীর্ত্তনে উপস্থিত ছিলেন৷ কীর্ত্তনের প্রভাবে  গ্রামে  এক অনবদ্য স্বর্গীয় পরিবেশ তৈরী হয়েছিল৷ শ্রী মিলন দাশ তাঁর বক্তব্যে আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তনে তাঁর উপলদ্ধির  কথা ব্যক্ত করেন৷ এছাড়া আনন্দমার্গের  উদ্দেশ্যে ও  লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন শিলচর ডায়োসিস সেক্রেটারী আচার্য বিবেক ব্রহ্মচারী ও কাছাড় ভুক্তি প্রধান পান্না রায়৷ অনুষ্ঠান শেষে দুঃস্থ গ্রামবাসীদের হাতে পরিধেয় বস্ত্র ও ২০০ টি কম্বল দেওয়া হয়৷ পরিশেষে সহস্রাধিক গ্রামবাসীকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷