শিলচরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে নভেম্বর অসমে বরাক উপত্যকার শিলচর শহরের বিশিষ্ট আনন্দমার্গী শ্রীবাপ্পাদিত্য দে কানুনগোর বাসভবনে তিনঘন্টা অখণ্ড ৰাৰানাম কেবলম্‌ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বরাক উপত্যকার প্রতিটি জেলার মার্গী-ভাই বোনেরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা ও গুরুপূজার পর স্বাধ্যায় করেন ভুক্তিপ্রধান শ্রী পান্না রায়৷ এরপর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অরুন্ধুতী আচার্যা৷