শিলচরে ভাষাদিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে মের একাদশ মাতৃভাষা শহীদ স্মরণে ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি নানা অনুষ্ঠানের ভিতর দিয়ে দিনটিকে শহীদ দিবস রূপে পালন করে৷

‘আমরা বাঙালী’ অসম রাজ্যকমিটির প্রচার সচিব আবুল কালাম বাহার এক প্রেস বার্র্তয় জানান--- ওইদিন  দুপুর ২-৩৫ মিঃ এগুলি চালনার মুহূর্তে  গান্ধী চক  শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন, ‘আমরা বাঙালী’ দলের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ, সদস্য পান্না রায়, তন্ময় রায় প্রমুখ৷

সন্ধ্যায় দলের পক্ষ থেকে রাজ্য সচিব সাধন পুরকায়স্থের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় অবিলম্বে ১৯৬১ সনে গুলি চালানোর ঘটনায় ঘটিত বিচারপতি মেহোরোত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ, অসমের অন্যতম সরকারী ভাষা হিসাবে বাংলাভাষাকে  স্বীকৃতি দেওয়া, শিলচর রেল ষ্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন  নামের বাস্তবায়ন, একাদশ ভাষা শহীদদের  সরকারী স্বীকৃতি দেওয়া  ও পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ প্রদান ইত্যাদি দাবী তোলা হয়৷ উল্লেখিত দাবীগুলি বাস্তবায়নের দাবীতে দল লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে৷