সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৬ই জুন মহান দেশপ্রেমিক ও দেশবরেণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ৯৯তম প্রয়ান দিবস৷ এই দিন শিলচরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মর্মর-মূর্ত্তির পাদদেশে একটি স্মরণসভার আয়োজন করে শিলচর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি রক্ষা সমিতি৷ সমিতির সদস্য ও কর্মকর্র্তগণ ছাড়াও শিলচর শহরের বিশিষ্ট মানুষ সভায় উপস্থিত হয়ে দেশবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ আমরা বাঙালীর অসম রাজ্য সচিব শ্রী সাধন পুরকায়স্থ দেশবন্ধুর জীবনের বহুমুখী গুণের কথা তুলে ধরেন৷ তিনি বলেন দেশবন্ধুর সংস্পর্শে এসেই তাঁকে রাজনৈতিক গুরু মেনেই সুভাষচন্দ্র নেতাজী হতে পেরেছেন৷ শ্রীপুরকায়স্থ বলেন দেশবন্ধুর অকাল প্রয়ান না হলে দেশ হয়তো ভাগ হতো না৷ তিনি সব সম্প্রদায় সব জনগোষ্ঠীকে নিয়ে চলতে পারতেন৷