শিলচরে এ্যামার্টের ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

জলের তলায় শিলচর শহর সহ কাছাড় জেলার বিস্তীর্ণ অঞ্চল৷ সাম্রতিক বন্যায় অসমের বিস্তীর্ণ অঞ্চল ডুবেছে৷ ৩০টারও অধিক জেলা বন্যার কবলে৷ তবে সবথেকে দুরাবস্থা বরাকভ্যালির কাছাড় জেলা৷ আনন্দ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম ও রিলিফ টীমের মহিলা বিভাগের পক্ষ থেকে বন্যা বিধবস্ত কাছাড় জেলায় ব্যাপক ত্রাণ বিতরণ করা হচ্ছে৷ সুভাষনগর, কালিবাড়ি স্কুল, রামকৃষ্ণ স্কুল, রবীন্দ্রসদন কলেজ,নয়া গ্রাম প্রভৃতি অঞ্চলে গত কয়েকদিন ধরে আনন্দমার্গের রিলিফ টীমের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে৷ এই সব ত্রাণ সামগ্রীর মধ্যে আছে রান্না করা খাবার ও সাবান, বিস্কুট, দুধ, মোমবাতি,দেশলাই ইত্যাদি নানা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী৷ এই ত্রাণ সামগ্রী বন্টন ব্যবস্থায় আছেন---অবধূতিকা আনন্দ অরুন্ধুতি আচার্র্য, অবধূতিকা আনন্দ গুণময়া আচার্যা, আচার্য দেবার্ঘ্য ব্রহ্মচারী, সুজিত রায় প্রমুখ৷ আনন্দমার্গ প্রচারক সংঘের  কেন্দ্রীয় জনসংযোগ সচিব এই সংবাদ দেন৷ তিনি আরও জানান বরপেটা, বাজালি জেলার  বিস্তীর্ণ অঞ্চলে এ্যামার্ট কর্মীরা ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বন্যায় বিপর্যস্ত মানুষদের সঙ্গে৷ এখানে ত্রাণ পরিচালনা করছেন আচার্য উদিতানন্দ অবধূত ও সুরেশচন্দ্র সরকার প্রমুখ৷