শিলচরে গার্লস প্রাউটিষ্টের উদ্যোগে রাখিবন্ধন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২২শে আগষ্ট  রাখি-বন্ধন  উৎসবের দিনে শিলচর শহরে  গার্লস প্রাউটিষ্টের  উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন করা হয়৷ শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আধিকারিকদের রাখি পরিয়ে দেন গালর্স প্রাউটিষ্টের সদস্যরা৷ তাছাড়া শিলচর শহরের বিভিন্ন ট্রাফিক মোড়ে পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি রুবি দাশ শিল্পী চক্রবর্তী, স্বপ্ণা সরকার, বাণী রায়, শম্পা দেব, চন্দ্রিমা দাশ, কাজলী রায় প্রমুখ গার্লস প্রাউটিষ্টের সদস্যারা৷

রুবি দাশ রাখিবন্ধন উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন ১৯০৫ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বাঙলা ভাগের প্রতিবাদে সেদিন সাম্প্রদায়িক সম্প্রীতি ও  সব সম্প্রদায়ের বাঙালীকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে রবীন্দ্রনাথ রাখি নিয়ে পথে নেমেছিলেন৷ আমরাও আজ রাখীবন্ধন উৎসব পালন করছি সব সম্প্রদায়কে সম্প্রীতি  ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে৷