দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও বিজেপির জমি দখলে নিল তৃণমূল৷ শিলিগুড়ি বিধানসভা বিজেপির দখলে৷ কিন্তু মহকুমা পরিষদের নির্বাচনে বিজেপি ধূলিসাৎ, মহকুমা পরিষদের ৯টি আসনের ৮টি তৃণমূল ও ১টি মাত্র আসন বিজেপি জিতেছে৷ ২২টি গ্রাম পঞ্চায়েতের ১৯টি দখল নিয়েছে তৃণমূল৷ ৩টি ত্রিশঙ্কু অবস্থায় আছে যা তৃণমূলের দখলে যাবার সম্ভাবনাই বেশী৷ গ্রামপঞ্চায়েতের মোট ৪৬২টি আসনের ৩২০টি তৃণমূলের দখলে৷ ৪টি পঞ্চায়েত সমিতির ৪টিই তৃণমূলের দখলে গেছে৷ মোট ৬৬টি আসনের ৫৫টিই তৃণমূলের দখলে গেছে৷ একদা বামদূর্গ শিলিগুড়িতে বামেরা নিশ্চিহ্ণ৷
পাহাড়ে জিটিএ নির্বাচনেও ঘাসফুল ফুটলো৷ ১০টি আসনে লড়াই করে ৫টিতে জিতেছে তৃণমূল৷ তবে পাহাড়ের দখল নিয়েছে অনিত থাপার নূতন দল বিজেপিএম৷ তারা ২৭টি আসনে জয়ী হয়েছে৷
আমরা বাঙালী শুরু থেকেই জিটি এর বিরোধিতা করে আসছে৷ আগামী ১৮ই জুলাই ‘আমরা বাঙালী’ জিটিএ বাতিলের দাবীতে শিলিগুড়িতে মহামিছিলের ডাক দিয়েছে৷