শিলিগুড়িতে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

শিলিগুড়ি ঃ  গত ৮, ৯ ও ১০ মার্চ শিলিগুড়িতে আনন্দ- মার্গের এক সেমিনার অনুষ্ঠিত হ’ল৷ এটি ছিল আনন্দমার্গের সেকেণ্ড ডায়োসিস স্তরের সেমিনার৷ এই সেমিনারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে দুই শতাধিক আনন্দমার্গী এই সেমিনারে যোগদান করেন৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত আনন্দমার্গের আধ্যাত্মিক ও সমাজিক-অর্থনৈতিক দর্শন ‘প্রাউট’-এর ওপর বিস্তারিত আলোচনা করেন৷ তিনি আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন---যোগ সাধনার নিয়মিত অভ্যাসের দ্বারাএকজন শারীরিক সুস্থতা, দুর্বার মনঃশক্তি অর্জন করে ও আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারেন৷ যোগ বলতে কেবল আসন নয়, তার সঙ্গে রয়েছে যমনিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার ধারণা ধ্যান প্রভৃতি৷ যোগের দ্বারা মনের প্রসারতা ঘটানো যায়৷ যোগের মুখ্য উদ্দেশ্য, চঞ্চল মনকে একাগ্র করে পরমপুরুষের দিকে চালিত করা ও অবশেষে পরমপুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া৷ প্রকৃত যোগ সাধনা যাঁরা করেন তাঁরা সর্বজীবে ব্রহ্ম ভাবনার অধ্যারোপ করেন৷ তখন তাঁদের কাছে জাত-পাত-সম্প্রদায়ের কোনও ভেদ থাকে না৷ তাঁদের কাছে মানব সমাজ এক ও অবিভাজ্য৷ সমস্ত মানুষ পশু-পক্ষী-তরুলতা সবাইকেই তারা ভালবাসেন৷ সবার প্রতি তাঁরা মমত্ববোধ রাখেন৷ তাই যাঁরা যোগ সাধনা অনুসরণ করেন তাঁরা জাত-পাত-সম্প্রদায় ও সমাজের কুসংস্কারগুলোকে কখনোই প্রশ্রয় দেন না৷