জুনিয়র থেকে এ বার সিনিয়র স্তরে নজর কাড়ল সিন্ড্রেলা দাস৷ সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলার খেলোয়াড়৷ এই প্রথম বার সিনিয়র স্তরের প্রতিযোগিতায় সে পদক জিতল৷ পাশাপাশি ২০২৪ সালের সেরা উঠতি টেবল টেনিস খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছে ১৫ বছর বয়সি সিন্ড্রেলা৷
১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত গুজরাতের সুরতে ছিল সিনিয়র জাতীয় টেবল টেনিস প্রতিযোগিতা৷ সেখানে সিঙ্গলস ও দলগত বিভাগে নামে সিন্ড্রেলা৷ দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে রেলওয়েজের কাছে হারে বাংলা৷ কিন্তু সিঙ্গলসে বোর্ঞ পদক জিতেছে সিন্ড্রেলা৷ সেমিফাইনালে সে হারে দিয়া চিতালের কাছে৷ দিয়া ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড়দের মধ্যে প্রথম সারিতে রয়েছেন৷ তাঁর বিরুদ্ধে লড়াই কম কৃতিত্বের নয়৷ শেষ পর্যন্ত দিয়াই চ্যাম্পিয়ন হয়েছেন৷
পাশাপাশি ‘মাস্টার ডি বিশ্ব’ ট্রফি জিতেছে সিন্ড্রেলা৷ ডি বিশ্ব নিজেও টেবল টেনিস খেলোয়াড় ছিল৷ চার বছর আগে সিনিয়র প্রতিযোগিতা খেলতে গুয়াহাটি থেকে শিলং যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার৷ বিশ্বর স্মৃতিতে প্রতি বছর সেরা উঠতি টেবল টেনিস খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়৷ এ বার সেই পুরস্কার জিতল সিন্ড্রেলা৷
পদক জেতার পরে সিন্ড্রেলা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছে, প্রথম বার সিনিয়র প্রতিযোগিতায় পদক পেয়ে সে খুশি৷ তবে পথচলা সবে শুরু৷ সিন্ড্রেলা বলল, ‘‘আগের বছর প্রথম বার সিনিয়র জাতীয় প্রতিযোগিতা খেলেছিলাম৷ পদক পাইনি৷ এ বার ব্রোঞ্জ জিতলাম৷ এটাই সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় আমার প্রথম পদক৷ পাশাপাশি ডি বিশ্ব ট্রফিও পেয়েছি৷ তাই খুব ভাল লাগছে৷’’
সামনে টানা খেলা রয়েছে সিন্ড্রেলার৷ ৬ থেকে ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুর ইয়ুথ স্ম্যাশ খেলতে যাবে সে৷ ফিরে এসে বরোদায় ইয়ুথ কন্টেন্ডার রয়েছে৷ তার পর চেন্নাইয়ে প্রতিযোগিতা রয়েছে৷ নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে বাংলার টেবল টেনিসের নতুন মুখ৷