শীর্ষ আদালতের রায়ে উপাচার্য নিয়োগের জট খুলতে চলেছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই জুলাই শীর্ষ আদালতের রায়ে রাজ্যের ৩৬ টা বিশ্ববিদ্যালয়ে উপাচার‌্য নিয়োগ নিয়ে দীর্ঘ ১১ মাস ধরে চলতে থাকা মামলার নিষ্পত্তি হল৷ উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর মতামতকেই গুরুত্ব দিতে হবে এমনটাই শীর্ষ আদালতের রায় বলা হয়েছে৷ মুখ্যমন্ত্রীকে এই কাজে সাহায্য করতে ৬৭ জনের একটি সার্চ-কাম সিলেকশন কমিটি শীর্ষ আদালত গড়ে দিয়েছে৷ এই কমিটির শীর্ষে আছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত৷ আগামী তিন মাসের মধ্যে সার্চ সিলেকশন কমিটিকে কাজ শেষ করতে হবে৷

শীর্ষ আদালতের রায় বলা হয়েছে সার্চ কমিটি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে কোন তালিকা পাঠাবে না৷ এমনকি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে ও সেই তালিকা যাবে না৷ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেই তালিকা যাবে৷ সেখান থেকে যোগ্য ব্যক্তিদের বেছে নেবেন মুখ্যমন্ত্রী৷ সেই তালিকা পাঠিয়ে দেয়া হবে রাজভবনে৷ মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনে সেই তালিকায় দু সপ্তাহের মধ্যে সিলমোহর দিতে হবে রাজ্যপাল তথা আচার্যকে৷

আচার্য সীলমোহর দেয়ার পরেই রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে৷ তবে সার্চ কমিটির তালিকার কোন নামে যদি আচার্য বা মুখ্যমন্ত্রীর আপত্তি থাকে তা কারণ সহ জানাতে হবে৷ কোন নাম নিয়ে আচার্য মুখ্যমন্ত্রীর মধ্যে মতবিরোধ হলে শীর্ষ আদালতে চূড়ান্ত নাম ঠিক করবে৷ শীর্ষ আদালতের রায়ে খুশি রাজ্যের শিক্ষা মন্ত্রী৷