ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থান হারাল ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি৷ গত সপ্তাহে ইন্দোনেশিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন তাঁরা৷ তার পর মঙ্গলবার প্রকাশিত পুরুষদের ডাবলসের ক্রমতালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেন সাত্ত্বিক-চিরাগ জুটি৷
নতুন শীর্ষ বাছাই হয়েছে চিনের লিয়াঙ উই কেং-ওয়াং চ্যাং জুটি৷ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডেনমার্কের কিম অ্যাস্ট্রাপ-আন্দ্রেস রামুসেন জুটি৷ গত মাসে তাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়ে এক নম্বরে উঠে এসেছিল সাত্ত্বিক-চিরাগ জুটি৷ কিন্তু ইন্দোনেশিয়ান ওপেন না খেলায় তাদের নেমে যেতে হল৷ উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় জুটি৷ আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন তাঁরা৷ মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডে হেরে গিয়েছিল ভারতীয় জুটি৷
পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতের এইচ এস প্রণয়৷ ক্রমতালিকায় ১৪ নম্বরে আছেন লক্ষ্য সেন৷ চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে কিদম্বি শ্রীকান্ত৷ অন্য দিকে মহিলাদের সিঙ্গলস ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু৷ মহিলাদের ডাবলসে তনিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা জুটি রয়েছে ১৯ নম্বর স্থানে৷