শীর্ষে ভারত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ঃ পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যায় ভারত সবার উপরে৷ গত ৬ই এপ্রিল রাজ্য সভায় এক প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতীন গড় করি এই তথ্য দেন৷ ওয়ার্ল্ড রেকর্ড স্ট্যাটিসটিক্স প্রকাশিত তথ্য তুলে ধরে সড়ক পরিবহন মন্ত্রী জানান পথ দুর্ঘটনায় মৃত্যুতে বিশ্বে ভারত সবার উপরে রয়েছে৷ জখম হওয়ার সংখ্যায় ভারত বিশ্বে তৃতীয় স্থানে আছে৷ ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতে দুর্ঘটনায় মৃতদের ৬৯ শতাংশের বয়স ১৮থেকে ৪৫ বছরের মধ্যে৷ এই সময় দেশে দুর্ঘটনা ঘটে ৩ লক্ষ ৫৪ হাজার ৭৯৬ টি, এর মধ্যে মৃত্যু হয় ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জনের৷ এছাড়া জানা যায় দুর্ঘটনায় ৬০ শতাংশ কারণই লাগামছাড়া গতি৷ শুধু এই কারণই মৃতের সংখ্যা ৭৫,৩৩৩ জন, আহতের সংখ্যা ২ লক্ষ  ৯ হাজার ৭৩৬ জন৷