সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৭শে নভেম্বর,২৩ বিকাশ মাহাত ও শিপ্রা দেবের প্রথম কন্যা সন্তানের নামকরণ অনুষ্ঠান ও অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় আনন্দমার্গ সমাজশাস্ত্র চর্যাচর্য বিধানুসারে আনন্দনগর পগরো গার্লস প্রাউটিষ্ট কার্যালয়ে৷ এই উপলক্ষ্যে তিন ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণাঘ্যদান, স্বাধ্যায়ান্তে নামকরণের তাৎপর্য ব্যাখ্যা শেষে আনন্দনগর উমানিবাস আনন্দমার্গ গার্লস হাইস্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দব্রতীশা আচার্যার পৌরহিত্যে মন্ত্র ও শপথ বাক্য পাঠ করা হয়, উপস্থিত সকলে মিলিতভাবে নবাগতা শিশুর নাম রাখা হয় ‘দেবনিষ্ঠা’৷