সংবাদদাতা
পি.এন.এ.
সময়
অবশেষে উত্তর প্রদেশের কানপুরে এক প্রাচীন মন্দির থেকে চুরি হয়ে যাওয়া পাথরের দরজার ফ্রেম সহ মোট সাতটি শিল্পকর্ম ভারত ফিরে পেল৷ স্কটল্যাণ্ড ভারতের হাতে শিল্পকর্মগুলি প্রত্যার্পন করেছে৷ গত শুক্রবার গ্লাসগোর কেনভিনগ্রোভ আর্ট গ্যালারি অ্যাণ্ড মিউজিয়ামে ব্রিটেনে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সুজিত ঘোষের উপস্থিতিতে শিল্পকর্মের মালিকানা হস্তান্তর করা হয় আনুষ্ঠানিকভাবে৷ ভারতের হাইকমিশনার এই উদ্যোগের জন্য গ্লাসগো লাইফ ও গ্লাসগো সিটি কাউন্সিলকে বিশেষ ধন্যবাদ জানান৷ শিল্পকর্মের তালিকায় রয়েছে চতুর্দশ শতাব্দীর একটি ইন্দো-পারসিক তলোয়ার৷ গ্লাসগো সিটি কাউন্সিলের চেয়ারম্যান বেইলি অ্যানিটি ক্রিসটি বলেন এই সমস্ত শিল্প সামগ্রীর সাংস্কৃতিক গুরুত্ব স্কটল্যাণ্ড ও ভারতের কাছে অপরিসীম৷ সেইজন্যে এই উদ্যোগের মাধ্যমে অতীতের ভ্রান্তি দূর করা হল৷