সম্পদের অভাব নয়, পরিকল্পনার ত্রুটি দারিদ্রতার কারণ - প্রাউটই চিরস্থায়ী সমাধানের পথ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য প্রসূনানন্দ অবধূত কলিকাতায় এক আলোচনা সভায় বলেন--- সার পৃথিবীতে আজও কোটি কোটি নিরন্ন মানুষের হাহাকার৷ অপুষ্টির শিকার পৃথিবীর দারিদ্র্য-অধ্যুষিত অঞ্চলের মানুষ৷ পৃথিবীতে সম্পদের অভাব নেই৷ সম্পদের অবপব্যবহার , ত্রুটিপূর্ণ পরিকল্পনা ও ধন বৈষম্য এই দুরাবস্থার কারণ৷ একদিকে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে উপচে পড়া ধন-সম্পদ, অপরদিকে দারিদ্র্যের কবলে পড়ে আছে কোটি কোটি মানুষ৷ সামাজিক-আর্থিক-সাংস্কৃতিক জীবনের সর্বক্ষেত্রেই আজ পুঁজিবাদী দানবের দাপট৷

আচার্য প্রসূনানন্দ অবধূত বলেন---প্রাউটই এর চিরস্থায়ী সমাধানের  পথ দেখাতে পারে৷ তাই প্রাউটিষ্টরা তাদের গুরুদায়িত্ব এড়িয়ে যেতে পারেন না৷ প্রাউটিষ্টদের আজ পবিত্র দায়িত্ব নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবার৷ প্রতিটি মানুষের ঘরে শিক্ষার আলো পৌঁছে দেবার৷  এই দুরবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে প্রাথমিকভাবে ধন-সম্পদের বৈষম্যের ব্যবধান কমিয়ে আনতে হবে৷ তার জন্যে চাই বহুমুখী পরিকল্পনা৷ এই বহুমুখী উন্নয়নের পরিকল্পনার পথ প্রাউটেই আছে৷ প্রাউটিষ্টদের এখন পবিত্র কর্তব্য এই বহুমুখী উন্নয়ন পরিকল্পনা রূপায়িত করার কাজে ঝাঁপিয়ে পড়া৷ জানি এই কাজে অনেক বাধা আসবে৷ পূঁজিপতি শোষক ও তাদের মদতপুষ্ট শাসকের দল কখন্‌ই ধন-বৈষম্যের  ব্যবধান কমিয়ে আনা মেনে নেবে না৷ তাতে শোষণের রাস্তা বন্ধ হয়ে যাবে৷ কিন্তু প্রাউটিষ্টদের শোষণমুক্ত সমাজ গড়তেই হবে সব বাধা বিপত্তিকে পদদলিত করে৷

আচার্য প্রসূনানন্দের কথায়-প্রাউটের বহুমুখী পরিকল্পনার মধ্যে যেমন থাকবে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সমস্ত প্রকার জটিল সমস্যার সুষ্টু ও স্থায়ী সমাধান, তেমনি থাকবে সার্বিক জনসেবামূলক কাজ৷  সবার আগে খাদ্যাভাব সমস্যার সমাধান জরুরি ভিত্তিতে করতে হবে৷ সেবার কাজ গ্রামস্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটি নিরন্ন মানুষ উপকৃত  হয়৷ প্রাউটিষ্টদের মনে রাখতে হবে আজ দেশের জনসংখ্যার বৃহৎ অংশ অবদমিত৷ এই অবদমিত শোষিত মানুষকে সুষ্ঠুভাবে বাঁচার রাস্তা করে দিতে যেমন ধনবৈষম্যের ব্যবধান মুছে দিতে হবে তেমনি শিক্ষাকেও বাধ্যতামূলক করতে হবে৷ প্রতিটি মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দিতে হবে৷ উপেক্ষিত অবদমিত মানবতাকে রক্ষা করতে হলে উপযুক্ত শিক্ষারও প্রয়োজন৷

পরিশেষে প্রসূনানন্দ বলেন-প্রাউটের সার্বিক পরিকল্পনায় বহির্জগতে সামাজিক-আর্থিক-সংস্কৃতিক জীবনে সন্তুলন স্থাপনের পাশাপাশি আভ্যন্তরীণ জগতে এগিয়ে চলার অনুশীলন করতে হবে৷ কারণ আধ্যাত্মিক ভাবধারা ও বহির্জাগতিক প্রয়াস দুয়ের সমন্বয়েই প্রকৃত প্রগতি সম্ভব৷ আচার্য প্রসূনানন্দ অবধূত দৃঢ়তার সঙ্গে বলেন যত বাধাই আসুক সব বাধা চূর্ণবিচূর্ণ করে প্রাউটিষ্টরা শোষণমুক্ত নোতুন বিশ্ব গড়বেই৷