সমস্ত বাধা ডিঙ্গিয়ে শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কেরলের  শবরীমালা  মন্দিরে ১০ থেকে  ৫০ বছরের ঋতুমতী মহিলাদের মন্দিরে  প্রবেশের অনুমতি  নেই৷  মন্দিরের  এই ট্র্যাডিসন ভেঙ্গে  সুপ্রিম কোর্ট সব বয়সের  মহিলাদের  মন্দিরে  প্রবেশের অধিকার দান করলেও গোঁড়া ভক্তরা ও তাদের সঙ্গে  বিজেপি ও কংগ্রেসও ডগমার প্রাচীর ভেঙ্গে মহিলাদের মন্দিরে প্রবেশের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে৷ আয়াপ্পা ভক্তদের ব্যাপক বিক্ষোভ অবরোধের কারণে মহিলারা মন্দিরে  প্রবেশ করতে পারে নি৷  পুলিশও শত চেষ্টা করে  গোঁড়া ভক্তদের অবরোধ ভাঙ্গতে  পারেনি৷

শেষ পর্যন্ত বহু সংগ্রামের  পর গত ২রা জানুয়ারী মধ্যরাত্রিতে  বিন্দু ও কনকদূর্র্গ নামে দুই মহিলাকে ভক্তদের বাধা ভেঙ্গে কর্ডন করে নিয়ে যায় কয়েকজন পুলিশ৷ অবশেষে ভোর ৪ টা নাগাদ দুই মহিলা মন্দিরে প্রবেশ  করে মন্দিরে প্রার্থনা করে৷ ওই দুই মহিলার একজন কলেজের লেকচারার ও অন্যজন সিভিল সাপ্লাই কর্মী৷ এইভাবে ডগ্মার প্রাচীর ভেঙ্গে শবরীমালা মন্দিরে নূতন ইতিহাস রচিত হয়৷ যদিও গোঁড়া ভক্তরা এটা সহজে মেনে নেয়নি৷ তাঁরা  সারা রাজ্যজুড়ে  এর বিরুদ্ধে আন্দোলন করে চলেছে৷