সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিশ্বসূচকে ভারতের অধঃগতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে বিজেপি নেতারা চিল চিৎকার করে৷ এবার মোদির রাজত্বে গণতন্ত্র নিয়ে প্রশ্ণ তুললো ‘রিপোর্টাস উইদআউট বর্ডারস’৷ গত ৩রা মে রিপোটার্স উইদআউট বর্ডারসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৫০ নম্বরে৷ গত বছর ভারতের স্থান ছিল ১৪২ নম্বরে৷ অর্থাৎ এবছর আরও আট ধাপ এগিয়ে গেলো ভারত সংবাদপত্রের স্বাধীনতা হরণে৷ প্রতিবেশী দেশ নেপালের স্থান ৭৬ নম্বরে৷ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে  সংঘটনটি ভারতকে অনুরোধ করে সাংবাদিক ও অনলাইন সমালোচকদের হেনস্থা বন্ধ করা৷

রিপোর্টাস স্যান্স ফ্রন্টিয়ার্স জানায় মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো উচিত৷ সংবাদমাধ্যমের কন্ঠরোধ করার অপচেষ্টা বন্ধ হোক৷ ভারত সরকারের  কাজের সমালোচনা করলে হিন্দু জাতীয়তাবাদীদের হেনস্থার স্বীকার হন সাংবাদিকরা৷ এসব কারণেই সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিশ্বসূচকে ভারত পিছিয়ে পড়েছে৷